আগামী ১৭ জানুয়ারি বৃহস্পতিবার থেকে উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু করবে এসএস স্টিল।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন কোম্পানী হিসেবে ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন করবে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির ট্রেডিং কোড “SSSTEEL” ও কোম্পানি কোড ১৩২৪৫। এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির স্ক্রিপ আইডি ১৬০৩৮ ও স্ক্রিপ কোড “SSSTEEL”।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এসএস স্টিলের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয় গেল ২৩ নভেম্বর । ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ার অনুমতি পায় প্রতিষ্ঠানটি। আইপিও’র মাধ্যমে কোম্পানিটি ২৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত টাকা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ ও আইপিও খরচ বাবদ ব্যয় করা হবে।
প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা আর
শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ও পুন:মূল্যায়নসহ এনএভি হয়েছে ১৫ টাকা ৩৫ পয়সা।