১৭ বছর পর পাকিস্তানের মাটিতে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই জয় তুলে নিল ইংল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে পাকিস্তানের মাটিতে দীর্ঘ দিন পর খেলতে নামে ইংলিশরা। সাত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেল ইংল্যান্ড। এর মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তানে শিকড় গাঁথা মঈন আলীর নেতৃত্বাধীন ইংলিশরা।
গতরাতে পাকিস্তানের করাচিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করার সুযোগটা দারুণভাবে কাজে লাগান পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও অধিনায়ক বাবর আজম। পাওয়ার প্লেতে ৫১ রান তুলেন তারা। নিজের মুখোমুখি হওয়া ৩২তম বলে ছক্কা মেরে টি-টোয়েন্টিতে ১৭তম হাফ-সেঞ্চুরির দেখা পান ইনফর্ম রিজওয়ান।
১০ম ওভারে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ। ৩টি চারে ২৪ বলে ৩১ রান করা বাবরকে শিকার করেন রশিদ। ৫৭ বলে ৮৫ রানের দারুন এক জুটি গড়েন রিজওয়ান ও বাবর।
বাবরের আউটের পর দ্বিতীয় উইকেটে হায়দার আলিকে নিয়ে ২৪ বলে ২৪ রান তুলেন রিজওয়ান। ১৪তম ওভারে হায়দার ও ১৫তম ওভারে ফিরেন রিজওয়ান। হায়দার ১১ রান করেন। ৬টি চার ও ২টি ছক্কায় ৪৬ বলে ৬৮ রান করে ফিরেন এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান।
দলীয় ১১৭ রানে তৃতীয় ব্যাটার হিসেবে রিজওয়ানের আউটের পর চাপে পড়ে পাকিস্তান। ইংল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের মিডল-অর্ডার ব্যাটাররা দ্রুত রান তুলতে পারেননি। শেষ ৩২ বলে ৪১ রান পায় পাকরা। ফলে বড় স্কোরের সুযোগ পেয়েও তার হাতছাড়া করে তারা। তারপরও ৩টি ছক্কায় ইফতিখারের ১৭ বলে ২৮ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় পাকিস্তান। অভিষেক ম্যাচ খেলতে নামা ইংল্যান্ডের লুক উড ২৪ রানে ৩ উইকেট নেন।
১৫৯ রানের টার্গেটে ভালো শুরু হয়নি ইংল্যান্ডের। তৃতীয় ওভারে প্রথম ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ফিল সল্ট। ১০ বলে ১০ রান করেন তিনি।
শুরুতে সল্টকে হারালেও সতীর্থদের নিয়ে রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার অ্যালেক্স হেলস। দ্বিতীয় উইকেটে ডেভিড মালান ও তৃতীয় উইকেটে বেন ডাকেটকে নিয়ে, দু’বারই ৩৪ রানের জুটি গড়েন হেলস। মালান ২০ ও ডাকেট ২১ রান করেন।
দলীয় ৮৭ রানের মধ্যে বিদায় নেন মালান-ডাকেট। তবে এক প্রান্ত আগলে, ইংল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন সাড়ে তিন বছরের বেশি সময় পর দলে ফেরা হেলস। চতুর্থ উইকেটে হেলসকে দারুন সঙ্গ দেন হ্যারি ব্রুক। রানের গতি বাড়াতে মারমুখী ছিলেন দু’জনই। তাতেই ইংল্যান্ডের হাতে মুঠোয় চলে আসে ম্যাচটি।
বাউন্ডারি মেরে ৩৯তম বলে টি-টোয়েন্টিতে নবম হাফ-সেঞ্চুরিতে পা রাখেন হেলস। হাফ-সেঞ্চুরি পাবার পরের বলেই বিদায় নেন হেলস। ৭টি চারে ৪০ বলে ৫৩ রান করে পাকিস্তানের পেসার হারিস রউফের বলে আউট হন হেলস। ব্রুকের সাথে ৩৫ বলে ৫৫ রান যোগ করে ইংল্যান্ডের জয়ের পথ পরিস্কার করেন ব্যাড বয় খ্যাত হেলস ।
হেলস যখন ফিরেন তখন ২০ বলে ১৭ রানের প্রয়োজন ছিলো ইংল্যান্ডের। পঞ্চম উইকেটে দলের বাকী প্রয়োজন মিটিয়েছেন ব্রুক ও অধিনায়ক মঈন আলি। ৭টি চারে ২৫ বল খেলে ৪২ রান তুলে অপরাজিত থাকেন ব্রুক। ৭ রানে অপরাজিত ছিলেন মঈন। পাকিস্তানের রউফ ২ উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন উড।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড।