১৮বছরের কম বয়সীদের মৃত্যুদণ্ড বাতিল ঘোষণা করলো সৌদি আরব

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞেরা গত বছর সৌদি আরবের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের ৬জনের মৃত্যুদণ্ড বাতিল করার আবেদন জানিয়েছিলেন।
সৌদি আরব সরকার তারই প্রেক্ষিতে রবিবার ১৮বছরের কম বয়সীদের মৃত্যুদণ্ড বাতিল করার ঘোষণা দিয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রক্ষণশীল সৌদি আরবকে আধুনিকীকরণের প্রয়াসে এই পদক্ষেপ নেয়া হবে প্রশংসনীয় এক উদ্যোগ। তবে মৃত্যুদণ্ডের পরিবর্তে জুভেনাইল ডিটেনশন সেন্টারে তাদের ১০বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।