১৮০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

ঠাকুরগাঁও, হরিপুর উপজেলা থেকে ১৮০ বোতল ফেনসিডিলসহ এক ‘মাদক ব্যবসায়ীকে’ আটকের কথা জানিয়েছে ডিবি পুলিশ। রবিবার রাতে উপজেলার গেদুরা ইউনিয়নের পাচঘরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আব্দুল গফফার (২৭) উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের আব্দুল বাসেদের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাতে পাচঘরিয়া এলাকায় ডিবি পুলিশের একটি দল ওৎ পেতে থাকে। আব্দুল গফফার ওই পথ দিয়ে যাওয়ার সময় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় হরিপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।সূত্র ইউএনবি

আজকের বাজার/লুৎফর রহমান