আগামী বছরের ১৮ এপ্রিলের মধ্যে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৫ জুলাই) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড.কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় এ মামলা দায়ের করে দুদক।
আজকের বাজার/এমএইচ