১৮ এপ্রিলের মধ্যে ডেসটিনির মামলা নিষ্পত্তির নির্দেশ

আগামী বছরের ১৮ এপ্রিলের মধ্যে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ জুলাই) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড.কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

২০১২ সালের ৩১ জুলাই কলাবাগান থানায় এ মামলা দায়ের করে দুদক।

আজকের বাজার/এমএইচ