ব্যাংকের ১৮ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় মেসার্স চট্টগ্রাম এগ্রো প্রোডাক্টসের মালিক মো. শাহ আলম ও তার স্ত্রী আয়েশা বেগমকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম অর্থঋণ আদালত। মঙ্গলবার বিকেলে অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।
তিনি জানান, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখার ১৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৯৯৭ টাকা ঋণ খেলাপির মামলায় ব্যবসায়ী শাহ আলম ও তার স্ত্রী আয়েশা বেগমকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান