১৮ জুন পর্যন্ত বাজেট অধিবেশন মুলতবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদে চলমান বাজেট অধিবেশন আগামী ১৮ জুন পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) সকাল সোয়া ১১ টায় অধিবেশন শুরু করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শুরুতে একটি কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়। এরপর প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা চলে দুপুর ২টা পর্যন্ত।

বাজেট আলোচনা শেষে দুপুর ২টার দিকে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া চলতি বাজেট অধিবেশন আগামী ১৮ জুন বিকেল ৩ টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

আজকের বাজার/ এমএইচ