বলিউড বক্স অফিসের সর্বকালের সব রেকর্ড ভেঙ্গেছে ‘মিস্টার প্যাশানিস্ট’-এর ‘দঙ্গল’। মুক্তির ১৮ দিন পরে গত সোমবার পর্যন্ত ‘দঙ্গল’-এর বক্স অফিস কালেকশন প্রায় ৪৫০ কোটি রুপি।
এই আয়ের মধ্যে প্রায় ৩৫০ কোটি রুপি আয় হয়েছে ভারতের অভ্যন্তরীণ বাজারে। বিদেশেও ইতোমধ্যে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে নীতেশ তিওয়ারি পরিচালিত এ ছবি।
বলিউড বাজার বিশ্লেষক তরণ আদর্শ মনে করেন, বক্স অফিসে মোট আয়ের বিচারে দেশীয় সিনেমার ইতিহাসে ‘দঙ্গল’ এখন এক নম্বরে। দেশের তো বটেই আন্তর্জাতিক বাজারেরও সব রেকর্ড ভেঙে ফেলেছে আমির খানের এই ছবি।
তরণ আদর্শ এই টুইটে বলেছেন, ‘সুলতান’, ‘ধুম ৩’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘পিকে’ সব সিনেমাকেই পেছনে ফেলে আয়ের বিচারে ভারতীয় সিনেমার ইতিহাসে ‘দঙ্গল’ এখন এক নম্বরে।
তরণ আদর্শ আশা করছেন, এখনও ‘দঙ্গল’-এর দৌড় থেমে যায়নি। বরং আরও বড়সড় রেকর্ডের গিকেই এগোচ্ছে আমিরের এই ছবি।উল্লেখ, হরিয়ানার কুস্তিগীর মহাবীর সিংহ ফোগত এবং তার দুই মেয়ে গীতা ও ববিতার গল্প নিয়ে তৈরি এই সিনেমা।
সুত্র: অর্থসূচক