রনি রেজা: বিনিয়োগকারীদের সুরক্ষা বলয় সম্প্রসারণ বলয় তৈরী করতে বিশ্বের ১৮টি দেশে পালিত হচ্ছে বিশ্ব বিনিয়োগ সপ্তাহ। এর অংশ হিসেবে বাংলাদেশেও আয়োজন করা হয়েছে বিনিয়োগকারী সপ্তাহ।
১৮টি দেশের মধ্যে বাংলাদেশই সবার আগে এ আয়োজনে করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ অ্যান্ড কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন।
তিনি বলেন, বিনিয়োগে সচেতনতা আনতে আজকের এ আয়োজন। অনেক বিনিয়োগকারী মনে করেন, পুজিবাজারে বিনিয়োগ করলেই লাভ হয়। এখানে ঝুকি নেই। এ সকল ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। একজন বিনিয়োগকারীকে লাভের মুখ দেখাতে পারে, তার জ্ঞান। আর এ জ্ঞান অর্জনের জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশব্যাপি বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চলছে। এ থেকে জ্ঞান অর্জন করে, পুজিবাজারে বিনিয়োগ করলে ঝুকি কম থাকবে।
২ অক্টোবর সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ- ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে ভাষণ ২০২১ এবং ভিশন ২০৪১ ঘোষণা করেছেন তা পূরণ করতে হলে পুজিবাজারের সহযোগীতা লাগবে। পুজিবাজার থেকেই তা পূরণ করা সম্ভব। শুধু ব্যাংকের ওপর নির্ভর করে এগিয়ে যা্ওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন করতে পুজিবাজার কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসেবে ক্রিকেটার সাকিব অাল হাসানের নাম ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পুঁজিবাজারের মূল শক্তি বিনিয়োগকারীরা। তাদের সুরক্ষায় বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞঞ্জ কমিশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজকের এই আয়্জেন। এছাড়া তাদের জন্য সপ্তাহে ৫দিন বিনামূল্যে বিনিয়োগ শিক্ষার আয়োজন করা হয়েছে।
সবশেষে পুঁজিবাজার সুরক্ষায় সকল বিনিয়োগকারীসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞঞ্জ কমিশন,বিএসইসি'র ড. এম খায়রুল হোসেন।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহসপ্তাহের আয়োজন করছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন,আইওএসকো। এরই অংশ হিসেবে বাংলাদেশে এ সপ্তাহ আয়োজন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি।
সপ্তাহব্যাপী এ আয়োজনে ৩, ৬ ও ৭ অক্টোবর পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ, বিশ্ববিদ্যালয়, পেশাজীবী প্রতিষ্ঠানসমূহে সভা সেমিনার ও ওয়ার্কশপ এবং ৪ অক্টোবর কনফারেন্স ও বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে । এতে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা,বিনিয়োগ ও সংশ্লিষ্ট ঝুঁকি বিষয়ে আলোচনা তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এতে উপস্থিত থাকবেন। প্রথম সেশনে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা এবং দ্বিতীয় সেশনে বিনিয়োগ ও সংশ্লিষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা হবে।
৫ অক্টোবর বিভিন্ন বিনিয়োগ পণ্য ও খাত এবং পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। ৮ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বিএসইসি ভবনে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষনা করা হবে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের ৭ দিনের আয়োজন।
আজকের বাজার:এলকে/এলকে/ ২ অক্টোবর ২০১৭