জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্র স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শুরু হবে আগামী ১৮ নভেম্বর থেকে। চলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, “গত বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির এক সভায় সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে। সাধারণত অনুষদ ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। তবে ডিন ও পরিচালকরা চাইলে অন্য কোথাও সাক্ষাৎকার নিতে পারেন।”
“ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের সময় অবশ্যয়ই মূল সনদপত্র সাথে আনতে হবে বলেও জানান তিনি।”
আজকের বাজার/এমএইচ