হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮ হাজার ইয়াবাসহ স্বপন মাতব্বর নামে সৌদিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার দুপুরে তাকে আটক করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, আটক ব্যক্তি শনিবার দুপুরে সৌদিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৪৯ ফ্লাইটের যাত্রী।
তিনি আরো বলেন, বিমানবন্দরে ডি সারিতে স্ক্রিনার নুরুজ্জামান ও ইউনুস আলী ওই যাত্রীর ব্যাগ স্ক্যানিং করেন। এরপর তার ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ইয়াবাসহ তাকে আটক করেন নুরুজ্জামান ও ইউনুস আলী।আটক যাত্রী বর্তমানে বিমানবন্দরে আছেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান