১৯তম সেঞ্চুরি করলেন বিজয়

২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে প্রথম স্তরের ম্যাচের প্রথম দিনই সেঞ্চুরি করলেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয় । ঢাকা বিভাগের বিপক্ষে ১১২ রানের নান্দনিক ইনিংস খেলে আহত অবসর নেন এনামুল। তার ব্যাটিং নৈপুণ্যে প্রথম দিন শেষে ৯১ ওভারে ৬ উইকেটে ২৯০ রান সংগ্রহ করেছে খুলনা বিভাগ।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় খুলনা বিভাগ। ব্যাট হাতে ভালো শুরু হয়নি তাদের। নবম ওভারের প্রথম বলে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় খুলনা। ডান-হাতি পেসার সুমন খানের বলে ব্যক্তিগত ১০ রানে আউট হন ওপেনার রবিউল ইসলাম রবি।

সুমনের ঐ ওভারের শেষ বলে বিদায় নেন তিন নম্বরে খেলতে নামা মেহেদি হাসানও। তিনি শূন্য হাতে ফিরলে ১৬ রানেই দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে খুলনা।
এরপর শুরুর ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থায় নিয়ে যান বিজয় ও অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান। তাই ২ উইকেটে ৮২ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যেতে পারে খুলনা। বিরতির পরও ঢাকার বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলেন এ জুটি।

ইনিংসের ৫৪তম ওভারেই প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজের ১৯তম সেঞ্চুরি তুলে নেন বিজয়।
বিজয়ের সেঞ্চুরির পর হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তুষার। তবে হাফ-সেঞ্চুরির পর ইনিংসটি বড় করতে পারেননি তিনি। নামের পাশে ৫৫ রান রেখে ঢাকার বাঁ-হাতি স্পিনার তাইবুর রহমানের শিকার হন তিনি। ১২৪ বল মোকাবেলা করে ৬টি চার মারেন তুষার। তৃতীয় উইকেটে এনামুলের সাথে ১৬৬ রানের জুটি গড়েন তুষার।তুষারের বিদায়ের পর আহত অবসর নেন বিজয় । ২০৫ বল মোকাবেলা করে ২৪০ মিনিট ক্রিজে থেকে ৯টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি ।

তাই দ্রুতই হাফ-সেঞ্চুরির পথ উজ্জল হয় তার। কিন্তু ঢাকার ডান-হাতি লেগ-স্পিনার জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৪৫ রানেই থেমে যান মিঠুন। ৪৮ বল মোকাবেলা করে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। অর্থাৎ ৪৫-এর মধ্যে ৪২ রানই বাউন্ডারি-ওভার বাউন্ডারি থেকে তুলে নেন মিঠুন।

দলীয় ২৪৬ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মিঠুনের পর ফিরতে হয় জিয়াকেও। ধীরলয়ে খেলে ২৭ রানে থেমে যান তিনি। এরপর দুই টেল-এন্ডার মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক আব্দুর রাজ্জাক দিনের বাকী সময়ে জুটি বেঁধে আর কোন উইকেটের পতন হতে দেননি। মিরাজ ৬টি চারে ৩০ ও রাজ্জাক ৪ রানে অপরাজিত আছেন। ঢাকা বিভাগের সুমন-তাইবুর ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা বিভাগ : ২৯০/৬, ৯১ ওভার (এনামুল ১১২ আহত অবসর, তুষার ৫৫, তাইবুর ২/৪০)।