১৯% লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল হাউজিং

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৯  শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা  ৪০ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য ( এনএভি) ১৫ টাকা  ৯৮ পয়সা।

আগামী ৩ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভার এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।