ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-১৪। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ২৮ হাজার টাকা।
শুক্রবার ভোরে জেলার আখাউরা উপজেলার তুলাইশিমুল বাজার এলাকা থেকে ইলু মিয়া নামের ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
র্যাব-১৪ জানায়, উপজেলার তুলাইশিমুল বাজার হতে মাদকের বড় চালান ঢাকায় যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়।
কোম্পানি কমাণ্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমাণ্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে শুক্রবার ভোরে কর্নেল বাজারে অভিযান চালানো হয়। এসময় তুলাইশিমুল গ্রামের টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরের সামনে মো. ইলু মিয়াকে আটক করা হয়। তাঁর দেহে লুকিয়ে রাখা ৪হাজার ৮২০ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ২৮ হাজার টাকা।
র্যাব-১৪ কোম্পানি কমাণ্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ বলেন, আটকৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আটক ইলু মিয়া উপজেলার সিমনগর এলাকার মৃত. চাঁন মিয়ার ছেলে।