আগামী ১ আগস্ট থেকে রাজধানীতে গৃহস্থালি কাজে ব্যবহৃত পানির দাম বাড়াছে ঢাকা ওয়াসা। ওয়াসার ওয়েবসাইটে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে গতকাল (রবিবার) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ আগস্ট থেকে পানির দাম বৃদ্ধি ৫ শতাংশ হারে কার্যকর হবে।
হঠাৎ করেই পানির দাম বাড়ানোর পেছনে ওয়াসা দাবি করছে উৎপাদন খরচ, পরিচালনা ব্যয় ও মুদ্রাস্ফীতির সঙ্গে আংশিক সামঞ্জস্য রেখে পানির দাম বৃদ্ধি করা হচ্ছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়, ১ অাগস্ট থেকে গৃহস্থালি কাজে প্রতি এক হাজার লিটার পানির দাম ১০ টাকার বদলে এখন ১০ টাকা ৫০ পয়সা এবং বাণিজ্যিক গ্রাহকদের প্রতি হাজার লিটার পানির জন্য ৩২ টাকার পরিবর্তে ৩৩ টাকা ৬০ পয়সা দিতে হবে।
ওয়াসা আইন ১৯৯০ এর ২৩ ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা কর্তৃক প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও নূনতম কর সহ সকল (পানি ও পয়ঃ) ক্ষেত্রে এই নতুন মূল্য কার্যকর হবে।
আজকের বাজার: এমএম/ ৩১ জুলাই ২০১৭