১ জানুয়ারি জাপার গণমিছিল, সমাবেশ ফেব্রুয়ারিতে

দলের ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১ জানুয়ারি ২০১৮ রাজধানীতে গণমিছিল করবে জাতীয় পার্টি। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে সংসদের প্রধান বিরোধী দল।

বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথসভায় এই কর্মসূচি ঘোষণা করেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। এতে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষ বিরক্ত। দেশের মানুষ এখন তৃতীয় শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি হলো সে তৃতীয় শক্তি। আমরা যে ভাবে ঐক্যবদ্ধ হয়ে রংপুরে বিজয় অর্জন করেছি, তেমনি ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য জোর প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সভায় জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, রংপুরের বিজয়ের মধ্যদিয়ে আমরা প্রমাণ করেছি, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে জাতীয় পার্টির অগ্রযাত্রা রুখতে পারবে না। রংপুরের বিজয়যাত্রা আমরা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আগামী ১ জানুয়ারি ঢাকায় গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে আবারো প্রমাণিত হবে জাতীয় পার্টির গণভিত্তি অনেক সুদৃঢ় ও শক্তিশালী।

যৌথসভায় আরো বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এস এম ফয়সল চিশতি, সৈয়দ আব্দুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মোঃ আজম খান ও মোঃ শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, মোহাম্মদ নোমান মিয়া এমপি, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, নাজমা আক্তার, এম এম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম এ সাত্তার, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, মোঃ আরিফুর রহমান খান, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব, গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হুসেইন মৌসুমী, শ্রমিক পার্টি সভাপতি একেএম আসরাফুজ্জামান খান, কৃষক পার্টির সহ-সভাপতি এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, জয়নাল আবেদীন, মুন্সিগঞ্জ জেলা সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, মানিকগঞ্জ সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ হাসান সাঈদ, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, গাজীপুর জেলা সদস্য সচিব গাজী মানিক, জাতীয় ছাত্র সমাজ সহ-সভাপতি মশিউর রহমান।

এতে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান এম এ তালহা, দিদারুল আলম দিদার, আমানত হোসেন আমানত, যুগ্ম মহাসচিব শেখ আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী, দিদারুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, আমির উদ্দিন আহমেদ ডালু, মোঃ ইসহাক ভুইয়া, মোঃ জসিম উদ্দিন ভূইয়া, সম্পাদক মন্ডলীর সদস্য সুলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, ডাঃ সেলিমা খান, মোঃ হারুন অর রশিদ, আমিনুল ইসলাম ঝন্টু, সুমন আশরাফ, শাহিদা রহামন রিংকু, কেন্দ্রীয় নেতা কাজী আবুল খায়ের, নাজমুল খান, সুজন দে, জয়নাল আবেদীন, আবদুস সাত্তার, মাহমুদ আলম, আজহারুল ইসলাম সরকার, আব্দুস সাত্তার গালিব, অ্যাড. সেরনিয়াবাদ সেকেন্দার আলী, মুজিবুর রহমান মুজিব, এম এ ছাত্তার, আসমা সুলতানা, মিনি খান, রিতু নুর, তাছলিমা আক্তার রুনা, নেওয়াজ আলী ভুইয়া, অ্যাড. মামুন, মোঃ আরিফুল ইসলাম রুবেল, বাবু মন্ডল, মোমেনা আক্তার, শফিকুল ইসলাম, কৃষক পার্টির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মামুন, ওলামা পার্টির সাধারণ সম্পাদক এস এম আল জুবায়ের, মাওলানা খলিলুর রহমান, শ্রমিক পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত, ঢাকা মহানগর দক্ষিণ দফতর সম্পাদক মাহবুবুর রহমান খসরু, রহিম বিশ্বাস, আল-আমিন মুন্না সহ কেন্দ্রীয় নেতৃবন্দ, জেলা, উপজেলা, মহানগর, থানা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আজকের বাজার : এলকে/ ২৮ ডিসেম্বর ২০১৭