দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাই থেকে সারাদেশে সাতদিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে এর আগে চারদিন সারাদেশে লকডাউনের মধ্যে সব অফিস খোলা থাকবে।
শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন, যেকোনো মূল্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই কঠোর বিধি-নিষেধের প্রজ্ঞাপন আসছে।
তিনি আরো জানান, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে এরই মধ্যে দেশের সাত জেলায় লকডাউন জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঈদের আগে কঠোর লকডাউন আসতে পারে।