আগামী বছরের ১৩ জানুয়ারি নিউজিল্যান্ডে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। ইতোমধ্যে আসরের অংশগ্রহণকারী দলগুলো শুরু করে দিচ্ছে বিশ্বকাপ প্রস্তুতি। পিছিয়ে থাকছে না বাংলাদেশও। বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের যুব টাইগারদের অনুশীলন।
১ ডিসেম্বর শুরু হয়ে প্রস্তুতি ক্যাম্প চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্পের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ফিটনেস ট্রেনিং। দ্বিতীয় সপ্তাহে থাকছে সেন্টার উইকেটে প্রস্তুতি। এরপর অনুষ্ঠিত হবে তিনটি প্রস্তুতি ম্যাচ।
সংবাদমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ন্যাশনাল গেমস অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার এ ই ম কাউসার বলেন, ‘১ ডিসেম্বর থেকে মিরপুরে আমরা ক্যাম্প শুরু করবো। প্রথম সপ্তাহে শুধু ফিটনেস ট্রেনিং চলবে। দ্বিতীয় সপ্তাহে ক্যাম্প চলে যাবে বিকেএসপিতে। সেখানে সেন্টার উইকেটে প্রস্তুতি এবং গেম সেন্সের কাজ চলবে। এরপর তিনটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ রয়েছে। ছেলেরা ম্যাচগুলো খেলবে একটি আমন্ত্রিত একাদশের বিপক্ষে। এই আমন্ত্রিত একাদশ আমরা সাজাবো এইচপি ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে যারা ভালো খেলেছে তাদের সমন্বয়ে।’
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে একান্তে সময় কাটাতে তিন দিনের ছুটিও পাবেন সাইফ-আফিফরা। তিনি আরও বলেন, ‘যেহতু ৪২ দিনের লম্বা সফর তাই পরিবারের সাথে একান্তে সময় কাটাতে তাদের তিনদিনের ছুটি দেয়া হবে। এরপর ২৬ ডিসেম্বর আমাদের দল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবে।’
এদিকে চলমান বিপিএলে অংশ নিচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। প্রস্তুতি ক্যাম্পের জন্য এই খেলোয়াড়দের অবশ্য ছাড়তে হচ্ছে না বিপিএল। দেশের সবচেয়ে জনপ্রিয় আসরের তারকাবহুল দলে খেলে এমনিতেই ভালো প্রস্তুতি ও অভিজ্ঞতা হচ্ছে তাদের। তবে ১২ ডিসেম্বরের বিপিএলের ফাইনালের পড় তাদের যোগ দিতে হবে যুবাদের ক্যাম্পে। তারও আগে কোনো দল বাদ পড়লে ঐ দলের অনূর্ধ্ব-১৯ ক্যাম্পের সদস্যকে যোগ দিতে হবে ক্যাম্পের সাথে।
আজকের বাজার: সালি / ২৬ নভেম্বর ২০১৭