শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১ নভেম্বর থেকে সড়ক পরিবহন আইন কার্যকর হচ্ছে
প্রকাশিত - অক্টোবর ২৩, ২০১৯ ৮:৪৭ পিএম
বহুল আলোচিত ‘সড়ক পরিবহন আইন, ২০১৮ আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপনের গেজেট প্রকাশিত হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রকাশিত গেজেটে বলা হয়, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ১ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর করার তারিখ নির্ধারণ করল।
এর আগে গত বছর রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারাদেশে নিরাপদ সড়কের আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে আইনটি পাস হয়।
পরে ওই বছরের ৮ অক্টোবর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর গেজেট জারি করা হয়। পরিবহন মালিক-শ্রমিকদের বাধার মুখে এতদিন আইনটি বাস্তবায়ন করা যায়নি।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.