আয়কর প্রদানে মানুষকে সচেতন করার লক্ষ্যে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। ঢাকা ছাড়াও দেশের সব বিভাগীয় শহর, জেলা ও গুরুত্বপূর্ণ উপজেলা শহরে এ মেলা অনুষ্ঠিত হবে। রাজধানী ছাড়া সব বিভাগীয় শহরে এক সপ্তাহ, সব জেলা শহরে চার দিন, ৩২ উপজেলা শহরে দুদিন এবং ৭১ উপজেলায় একদিন (ভ্রাম্যমাণ) এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মেলায় নতুন করে আয়করের খাতায় নিবন্ধিত হতে অনলাইনে কর শনাক্তকরণ নম্বর বা ই-টিআইএন নেয়া যাবে। এছাড়া করদাতারা তাদের আয়কর রিটার্ন জমা দিতে ও প্রযোজ্য কর পরিশোধ করতে পারবেন। এনবিআর সূত্র জানিয়েছে, মেলায় আয়কর কর্মকর্তাদের কাছ থেকে সব ধরণের আয়কর সেবা নেয়া যাবে। রাজধানীতে আয়কর মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগারগাঁওয়ের নির্মাণাধীন রাজস্ব ভবনে।
২০১০ সালে প্রথম আয়কর মেলা শুরু হয়। এরপর থেকে এর জনপ্রিয়তা বাড়ছে। ফলে অনেকেই কর মেলায় রিটার্ন জমা দেয়া কিংবা টিআইএন গ্রহণ করে থাকেন। সর্বশেষ গত বছর আয়কর মেলায় এসে সেবা নিয়েছেন ৯ লাখ ২৯ হাজার জন, যা আগে বছরের চাইতে ১ লাখ ৭২ হাজার বেশি। তাদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার করদাতা রিটার্ন জমা দেয়ার বিপরীতে ২ হাজার ১৩০ কোটি টাকা আয়কর দিয়েছেন। নতুন ই-টিআইএন নেয়ার মাধ্যমে করের খাতায় নাম লিখিয়েছেন ৩৬ হাজার ৮৫৩ জন।
২০১৫ সাল পর্যন্ত প্রতি বছর ৩০ সেপ্টেম্বর আয়কর দেয়ার শেষ দিন থাকলেও বিভিন্ন কারণে সময়সীমা বাড়ানো হতো। গত বছর থেকে ৩০ নভেম্বরকে আয়কর দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। ওই দিনই আয়কর দেয়ার শেষ দিন।
আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭