১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক আটক

রাজৈর উপজেলায় এক বছরের শিশুকে ধর্ষণের দায়ে চৌয়ারবাড়ি গ্রাম থেকে শুক্রবার বিকেলে এক যুবককে আটক করেছেন পুলিশ ও র‌্যাব সদস্যরা।

আটক হৃদয় ভক্ত (২১) ওই এলাকার সুষেন ভক্তের ছেলে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজাহান মিয়া বলেন, এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে মঙ্গলবার সকাল ৮টায় শিশুটিকে নিয়ে হৃদয় বের হয়ে যায়।

যখন মেয়েটিকে নিয়ে হৃদয় বাড়ি ফিরে আসে তখন ভুক্তভোগীর মা দেখতে পান সে কাঁদছে এবং তার রক্তক্ষরণ হচ্ছে। তখন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি সাজাহান।

ঘটনার পরই হৃদয় পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় একটি মামলা করেন।

আজকের বাজার/লুৎফর রহমান