১ মার্চ থেকে মহার্ঘ্য ভাতা কার্যকর

সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৪৫ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে ৯ম ওয়েজ বোর্ড। মন্ত্রণালয় সূত্রে আজ এ খবর জানা গেছে।সূত্র: বাসস

ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকের সভাপতিত্বে গত ২১ মার্চ অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১ মার্চ ২০১৮ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বোর্ডের এক পত্রে মূল বেতনের বিপরীতে ৪৫ ভাগ ডিএ প্রদানের সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি নিদের্শ প্রদান করা হয়।

এস/