১ রাতের জন্য ১ মিলিয়ন ডলার!

গ্ল্যামার, যৌনতার সুড়সুড়ি, নগ্নতা অতঃপর বিতর্ক এই চারের মিশেলে যে নামটি সবার প্রথমে আসে তিনি কিম কার্দাশিয়ান। ফের একবার পেজ থ্রি শিরোনামে এই মার্কিনি রিয়েলিটি স্টার৷

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, এবারের বির্তকে তাকে কষ্ট করে কিছু করতে হয়নি। এইবার তার হয়ে কাজটি করেছেন আদিল আল ওতাইব। সৌদি রাজপরিবারের সন্তান তিনি। তিনি জানিয়েছেন, কিমের সঙ্গে এক রাত কাটাতে তিনি ১ মিলিয়ন ডলার খরচ করতে রাজি।

সম্প্রতি ওতাইব তার ইনস্টাগ্রাম পেজে লিখেছেন, আমি একজন সৌদি। কিম আমি তোমায় বলছি, প্রতি রাতের জন্য আমি তোমাকে ১ মিলিয়ন ডলার করে দেব।

মার্কিন এক সংবাদ মাধ্যমের খবর অনুসারে, কিম নাকি এই প্রস্তাবে ইতোমধ্যে রাজিও হয়ে গেছেন। তবে এটা প্রথমবার নয়। এর আগেও টাকা নিয়ে কিম পার্টিতে গিয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে। ২০১৩ সালে ৮১ বছর বয়স্ক ‘বিলিয়নিয়ার’ রিচার্ড লুগনার সঙ্গে ৫ লক্ষ মার্কিন ডলারের বিনিময়ে কিম গিয়েছিলেন ভিয়েনা বলে।

এস/