১ লাখ রোহিঙ্গার জন্য আশ্রয়কেন্দ্র বানিয়ে দেবে তুরস্ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া ১ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য আশ্রয়কেন্দ্র বানিয়ে দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে তুরস্ক।

২৪ সেপ্টেম্বর রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর সঙ্গে দেখা করেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক।

এ সময় দুই পক্ষের মধ্যে রোহিঙ্গা পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলাপকালে আহমেদ রফিক রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র বানিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

তুর্কি সরকারের প্রতিনিধি রোহিঙ্গা নির্যাতনের বিষয়টিকে ‘অমানবিক’ হিসেবে উল্লেখ করেন। তিনি এ সমস্যার দ্রুত সমাধান আশা করেন।

এদিকে মোফাজ্জল হোসেন চৌধুরী জানান, একান্ত মানবিক কারণে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

তুরস্কের প্রতিনিধি ত্রাণমন্ত্রীকে জানান, রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশে আসা এক লাখ রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ করে দেবে তার সরকার।

রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র নির্মাণের স্থান নিয়েও আলোচনা করেন মোফাজ্জল হোসেন চৌধুরী ও আহমেদ রফিক।

আহমেদ রফিক জানান, তুরস্ক শিগগির ১৩টি আইটেমের সমন্বয়ে প্রস্তুত ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী দেবে। এই ত্রাণের হস্তান্তর প্রক্রিয়া নিয়ে মোফাজ্জল হোসেন চৌধুরীর সঙ্গে কথা বলেন তিনি।

তুরস্ক সরকারের প্রতিনিধি আরও জানান, শিগগির তুর্কি উপপ্রধানমন্ত্রী রিসেপ আব্বাস বাংলাদেশ সফর করবেন।

আজকের বাজার: এলকে / এলকে ২৪ সেপ্টেম্বর ২০১৭