কক্সবাজারে আয়ারল্যান্ড এ’ দলের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে ৩ উইকেটের কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ এ’ দল।
কক্সবাজারের শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম সকালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড এ’দল। তবে শুরুটা ভালো হয় নি আয়ারল্যান্ড এ’ দলের। মাত্র ৮ রানেই প্রথম উইকেটের পতন ঘটে। টেক্টরকে বোল্ড করে টাইগারদের শুভসূচনা এনে দেন আবু হায়দার রনি। তবে দ্বিতীয় উইকেটে শ্যানন ও অ্যান্ডারসন মিলে ৪২ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।
দলীয় ৫০ রানের মাথায় শ্যাননকে আউট করেন জুটি ভাঙ্গেন স্পিনার সানজামুল ইসলাম। ৩২ বলে ২ চার আর ২ ছক্কায় ২৭ রান করে আউট হোন শ্যানন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। আর কোনো বড় জুটি গড়ে উঠে নি। ৪৮.১ ওভারে ১৯৫ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড এ’ দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সিমি সিং। বাংলাদেশের পক্ষে জাতীয় দলের স্পিনার সানজামুল ইসলাম ৪ টি ও আবুল হাসান রাজু ৩ টি করে উইকেট নেন।
১৯৬ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ এ’ দলেরও শুরুটা ভালো হয় নি। ১৩ রানেই প্রথম উইকেট হারায় তারা। ৪ রান করে আউট হোন জাকির হোসেন। এরপর ওপেনার সাদমানের সাথে ৫৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় মোকাবেলা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৪ রান করা সাদমানের আউটের মাধ্যমে এই জুটি ভাঙ্গে। এরপর ৪৫ রানের মধ্যে আরও ৫ উইকেট হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
তবে তানবির হায়দার এক প্রান্ত আগলে রেখে লেজের ব্যাটসম্যানদের সাথে নিয়ে লড়াই চালিয়ে যান। ৪৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৯১ বলে ৮ চারের সাহায্যে ৬১ রান করে অপরাজিত থাকেন তানবীর। আয়ারল্যান্ডের পক্ষে মুলদার তিনটি উইকেট পেয়েছেন।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যার ফলে দ্বিতীয় ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
আয়ারল্যান্ডঃ ১৯৫/১০ (৪৮.১ ওভার)
সিমি সিং ৩৩
সানজামুল ইসলাম ৪/৩৩, আবুল হাসান ৩/২৫
বাংলাদেশঃ ১৯৬/৭ (৪৬.৩ ওভার)
তানবীর হায়দার ৬১*, নাজমুল হাসান শান্ত ৪৪
মুলদার ৩/৪২, ডকরেল ২/৪১
ফলাফলঃ বাংলাদেশ তিন উইকেটে জয়ী।
ম্যাচ সেরাঃ তানবীর হায়দার (বাংলাদেশ)
আজকের বাজার: সালি / ১৯ অক্টোবর ২০১৭