ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো বিগ বসের ১.২ কোটি টাকার অফার ফিরিয়ে দিয়েছেন ‘দঙ্গলকন্যা’ জায়রা ওয়াসিম।
ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত জায়রা ওয়াসিমকে বিগ বস ১৩ তে অংশ নেয়ার জন্য অনুরোধ করেছিল বিগ বস টিম। কিন্তু তাদেরকে মুখের ওপর না বলে দিয়েছেন ১৮ বছর বয়সী এই তারকা অভিনেত্রী।
কালার্স চ্যানেলে প্রচারিত বিগ বস শোতে বিতর্ক থেকে ইমোশন, লাইম লাইট থেকে গসিপ সবই থাকে। বিগ বস ১৩ নিয়ে একের পর এক আলোচনা চলছে।
বিগ বস সূত্রে জানা যায়, শোতে অংশ নেবার জন্য জায়রাকে ১.২ কোটি টাকা অফার করা হয়েছিল। কিন্তু জাইরা সবিনয়ে সেই প্রস্তাব নাকচ করে দেন। এক সপ্তাহ আগেই বলিউডকে বিদায় জানিয়েছেন এই মুসলিম অভিনেত্রী।
তিনি বিগ বস ১৩ তে অংশ নিলে স্বাভাবিকভাবেই টিআরপি বাড়ত শোয়ের। সেই চিন্তা থেকেই সম্ভবত বিগ বস টিম তাকে আমন্ত্রণ জানিয়েছিল।
আজকের বাজার/লুৎফর রহমান