১.৪৭ একর জমি কিনবে এমজেএল বাংলাদেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১ দশমিক ৪৭ একর জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) কোম্পানির ৯৬তম পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী কোম্পানিটি চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গায় ১.৪৭ একর জমি ক্রয় করবে। আর এতে কোম্পানিটির ১৭ কোটি টাকা খরচ হবে।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট শেয়ারের ৭১.৫৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকের কাছে। বাকি শেয়ারের মধ্যে ১৫.৭২ শতাংশ রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে, দশমিক ৫১ শতাংশ রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১২.২৪ শতাংশ শেয়ার।

আরএম/