বরিশাল অভিযান চালিয়ে প্রায় ২শ’ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় ৩টি ট্রলার ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার ভোরে দক্ষিণ জোন কোস্টগার্ডের সিজি স্টেশন বরিশালের কন্টিনজেন্ট কমান্ডার বিএস শহিদুল ইসলামের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুরে কালাবদর নদীতে এ অভিযান চালানো হয়।
কমান্ডার শহিদুল জানান, জাটকাগুলো জব্দের পর পাশ্ববর্তী এলাকার বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
এমআর/