অস্ট্রেলিয়ান থানাসি কোকিনাকিসের কাছে ৩-৬, ৬-৩, ৭-৪ গেমে হেরে গেলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। এরই সাথে মায়ামী ওপেনের ২য় রাউন্ড থেকে ছিটকে গেলেন ফেদেরার।
ওয়ার্ল্ড র্যাংকিংয়ের শীর্ষে পৌঁছানোর পর ছয়দিনের মাথায় এটি ২য় পরাজয় ফেদেরারের। এভাবে হারতে থাকলে দ্রুতই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান স্থানটা হারাতে পারেন সুইস টেনিস রাজপুত্র।
ইন্ডিয়ান ওয়েলস টেনিসের ফাইনালে হুয়ান মার্টিন দেলপোত্রোর কাছে হেরে শিরোপা জেতা হয়নি ফেডেক্সের। মায়ামী ওপেনে হারলেন ১৭৫ নম্বরে থাকা কোকিনাকিসের কাছে।
আজেকের বাজার/আরজেড