বুধবার ২০ডিসেম্বর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : ফু-ওয়াং সিরামিক, ওয়াইম্যাক্স, আনলিমা ইয়ার্ন ডাইং, লিবরা ইনফিউশন, সাইফ পাওয়ারটেক এবং ফার কেমিক্যাল।
জানা গেছে, ওই দিন সকাল ৯টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান, ঢাকাতে ফু-ওয়াং সিরামিকের; ওয়াইম্যাক্সের সকাল সাড়ে ৯টায়, বিলাস ভবন কমিউনিটি সেন্টার, মিরপুর, ঢাকাতে; আনলিমা ইয়ার্নের সকাল সাড়ে ১০টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, কর্ণপাড়া, সাভার, ঢাকাতে; লিবরা ইনফিউশনের বেলা ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, মিরপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, রূপনগর, ঢাকাতে; সাইফ পাওয়ারটেকের বেলা ১১টায়, আর্মি গল্ফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে এবং ফার কেমিক্যালের এজিএম দুপুর ১২টায়, বীর চন্দ্র নগর গণপাঠাগার এবং নগর, মিলনায়তন, কান্দিরপাড়, কুমিল্লাতে এজিএম অনুষ্ঠিত হবে।
সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে কোম্পানিগুলোর এজিএমে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফু-ওয়াং সিরামিক ১০ শতাংশ স্টক, ওয়াইম্যাক্স ১০ শতাংশ স্টক, আনলিনা ইয়ার্ন ১০ শতাংশ নগদ, লিবরা ইনফিউশন ৩০ শতাংশ নগদ, সাইফ পাওয়ারটেক ৫ শতাংশ নগদ ও ২৮ শতাংশ স্টক এবং ফার কেমিক্যাল ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
আজকের বাজার:এসএস/১৯ডিসেম্বর ২০১৭