২০০০ কোটি ডলারের বিনিয়োগ ফান্ড করছে সৌদি-চীন

চীন ও সৌদি আরব যৌথভাবে ২ হাজার কোটি ডলারের বিনিয়োগ ফান্ড গঠন করতে চায়। এই ফান্ডে উভয় দেশের সমান অংশীদারিত্ব ও মুনাফা থাকবে।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

আল ফালাহ’র বরাতে সৌদি গেজেটের খবরে বলা হয়, সম্প্রতি দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে চলা এক অর্থনৈতিক সম্মেলন হয়। ওই সম্মেলনের পাশে এক পার্শ্ব বৈঠকে ফালাহ এসব কথা বলেন।

ওই সম্মেলনের আয়োজন করে চীনের ভাইস প্রধান ঝাং গাওলি।

আল ফালাহ বলেন, এই ফান্ড দিয়ে সৌদি আরবে একটি কোম্পানি প্রতিষ্ঠা করা হবে; যা চীনের বিনিয়োগকে আকৃষ্ট করবে।

সৌদি ভিশন- ২০৩০ এবং চীনের ওয়ান বেল্ট ওয়ান রুট (ওবোর) প্রকল্পকেও যা ইতিবাচক ভুমিকা পালন করবে।

প্রতিবেদনে বলা হয়, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে

সাম্প্রতিক বছরগুলোতে চীন বিশ্বব্যাপী এ ধরনের যৌথ বিনিয়োগের ঘোষণা দিয়ে আসছে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে দেশটি জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তারা ১০০০ কোটি ডলারের যৌথ ফান্ড গঠন করবে। গত বছরের

অক্টোবরেও ফ্রান্সের সাথে এ ধরনের একটি ঘোষণা দেয় চীন।

আজকের বাজার:এলকে/এলকে/ ২৬ আগষ্ট ২০১৭