২০১৪ সালের প্রক্রিয়ায় আগামী সংসদ নির্বাচন: অর্থমন্ত্রী

২০১৪ সালে দেশে যে প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে আগামী সংসদ নির্বাচনও সেভাবেই হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের পরীক্ষা এই দেশে হয়ে গেছে। ২০১৪ সালে যে প্রক্রিয়ায় দেশে নির্বাচন হয়েছে, সেভাবেই নির্বাচন হবে। কাউকে নির্বাচনে আনতে বিশেষ কোনো চিন্তা নেই।

রোববার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেইল একাডেমি আয়োজিত ‘নারীর শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওই সেমিনারে প্রধান অতিথিরি বক্তব্য রাখেন মন্ত্রী।

বিএনপির মতো একটি বড় দলকে নির্বাচনে আনার বিষয়ে সরকারের কোনো বিশেষ উদ্যোগ আছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, কোনো বিশেষ উদ্যোগ নেই। বিএনপি এক সময় বড় দল ছিল। এখন তারা বড় দল কিনা আমার সন্দেহ আছে। কাউকে নির্বাচনে আনতে বিশেষ কোন চিন্তা নেই।

নির্বাচনকালীন সরকারে কারা থাকবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তারাই নির্বাচনকালীন সরকারে থাকবে। অন্য কেউ থাকবে না। যথা সময়েই নির্বাচন হবে।

অর্থমন্ত্রী বলেন, ২০১৪ সালে যে প্রক্রিয়ায় দেশে নির্বাচন হয়েছে, সেভাবেই এই দেশে নির্বাচন হবে। নিরপেক্ষ নির্বাচনের পরীক্ষা এই দেশে হয়ে গেছে।

বাংলাদেশ ফিমেইল একাডেমির দাতা সদস্য ও সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদুস সাদাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচলানক বিগ্রেডিয়ার মাহবুবুল হক প্রমুখ।

আজকের বাজার/এমএইচ