২০১৫ সালের পর আবারও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ডাক পেয়েছেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল।
সোমবার ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ইউরোপ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গেইল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তন ঘটেছে ম্যারলন স্যামুয়েলসের। প্রায় এক বছর ওয়ানডে দলের বাইরে ছিলেন এই অলরাউন্ডার।
এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচক প্যানেলের প্রধান কোর্টনি ব্রাউন বলেন, ‘ক্রিস গেইল এবং ম্যারলন স্যামুয়েলসের প্রত্যাবর্তনে প্যানেল তাদের স্বাগতম জানাচ্ছে। তাদের অংশগ্রহণে আমাদের ব্যাটিংয়ে শক্তি বৃদ্ধি পাবে এবং তরুণ ব্যাটসম্যানরা উপকৃত হবে।’
এদিকে গেইল ও স্যামুয়েলস ফিরলেও দলে জায়গা হয়নি দুই গুরুত্বপূর্ণ সদস্য সুনীল নারাইন ও ড্যারেন ব্রাভোর। এ নিয়ে বোর্ডটির ক্রিকেট অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।
১৫ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
জেসন হোল্ডার (অধিনায়ক), সুনিল অ্যামব্রিস, দেবেন্দ্র বিশু, মিগুয়েল কামিন্স, ক্রিস গেইল, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, রোভম্যান পাওয়েল, মারলন স্যামুয়েলস, জেরম টেলর, কেসরিক উইলিয়ামস।
আজকের বাজার: সালি / ২২ আগস্ট ২০১৭