২০১৬-১৭ অর্থবছরে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে লেনদেন বৃদ্ধি পেয়েছে ১৪৭ শতাংশ। ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী আলোচ্য অর্থবছরে ওটিসি মার্কেটে লেনদেন হয়েছে ৪০ লাখ ১৫ হাজার ৯০৪টি শেয়ার। যার বাজার মূল্য ১৯ কোটি ৬ লাখ ১৪ হাজার টাকা।
২০১৫-১৬ অর্থবছরে লেনদেন হয়েছিল ৮৪ লাখ ২৪ হাজার শেয়ার। যার বাজার মূল্য ছিল ৭ কোটি ৮৭ লাখ টাকা। সেই হিসাবে আলোচ্য বছরে লেনদেন বেড়েছে ১৪২.১৮ শতাংশ।
২০১৬-১৭ অর্থবছরে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আলোচ্য বছরে কোম্পানিটির ১৫ লাখ ৬ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১৫ কোটি ৩ রাখ ৯৬ হাজার টাকা।
এরপরের অবস্থানে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ১০ লাখ ৯২ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৬০ লাখ ৭২ হাজার টাকা।
তৃতীয় অবস্থানে রয়েছে রহমান কেমিক্যালস লিমিটেড। আলোচ্য বছরে কোম্পানিটির ৪৩ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৭২ লাখ টাকা।
এছাড়া ২০১৬-১৭ অর্থবছরে অ্যাপেক্স ওয়েভিং, আরবি টেক্সটাইল, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডাইং অ্যান্ড ফিনিশিং, বংলাদেশ লাগেজ, বিডি প্লান্টেশন, বাংলাদেশ জিপার, ঢাকা ফিশারিজ, ম্যাক ইন্টারপ্রাইজ, নিলয় সিমেন্ট, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ওন্ডারল্যান্ড টয়েসের শেয়ার ওটিসিতে লেনদেন হয়েছে।
আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭