২০১৬-১৭ অর্থবছরে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৮.৩৩%

২০১৬-১৭ অর্থবছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৬৮ দশমিক ৩৩ শতাংশ। আর মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে ১৯ দশমিক ৩১ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য অর্থবছরে ডিএসইতে ২৩৯ কার্যদিবস লেনদেন হয়েছে। এসব কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ১ লাখ ৮০ হাজার ৫২২ কোটি ২০ লাখ ৭৪ হাজার টাকা। গত অর্থবছরে ২৪৭ কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ লাখ ৭ হাজার ২৪৬ কোটি ৬ লাখ টাকা। সেই হিসাবে লেনদেন বেড়েছে ৭৩ হাজার ২৭৬ কোটি ১৩ লাখ ৮৬ হাজার টাকা বা ৬৮ দশমিক ৩৩ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম কার্যদিবসে ৩ লাখ ১৮ হাজার ৫৭৪ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে শুরু হয়েছিল। আর আজ চলতি অর্থবছরের শেষ কার্যদিবসে এসে ডিএসইর মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ১০০ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকা। সেই হিসাবে আলোচ্য অর্থবছরে ডিএসইর মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়েছে ৬১ হাজার ৫২৫ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকা বা ১৯ দশমিক ৩১ শতাংশ।

অর্থবছরের শুরুতে ২ হাজার ৮৯৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭০৫টি মার্কেট ভলিউম ছিল। যা অর্থবছর শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৫ কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৫০১টি। সেই হিসাবে মার্কেট ভলিউম বেড়েছে ২ হাজার ৫৩৯ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ৭৯৬টি বা ৮৭ দশমিক ৭১ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম দিন ডিসইএক্স সূচক শুরু হয়েছিল ৪ হাজার ৫০৮ পয়েন্ট দিয়ে; যা শেষ কার্যদিবসে এসে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৫৬ পয়েন্টে। সেই হিসাবে আলোচ্য বছরে প্রধান সূচক বেড়েছে ১ হাজার ১৪৮ পয়েন্ট বা ২৫ দশমিক ৪৮ শতাংশ। আর আলোচ্য অর্থবছরে ডিএস৩০ সূচক বেড়েছে ৩১৩ পয়েন্ট বা ১৭ দশমিক ৬৭ শতাংশ। একই সঙ্গে ডিএসইএস সূচক বেড়েছে ১৮৬ পয়েন্ট বা ১৬ দশমিক ৭৪ শতাংশ।

আজকের বাজার: এলকে/এলকে ২৯ জুন ২০১৭