বাংলাদেশে ২০১৭ সালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ হয়েছেন মোট ৬০ জন। বিভিন্ন বাহিনীর সঙ্গে ক্রসফায়ার, গুলিবিনিময়ে নিহত হয়েছেন ১২৬ জন। এমনটাই জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
রোববার ৩১ ডিসেম্বর সকালে ডিআরইউতে ২০১৭ সালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক শীপা হাফিজ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এদের মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার, আটজনকে গ্রেপ্তার ও ৭ জন ফেরত আসলেও বাকিদের এখনো হদিস মেলেনি।
শীপা হাফিজ বলেন, এ বছর বিভিন শ্রেণি-পেশার ৩১ জন রহস্যজনকভাবে নিখোঁজ হন। এদের মধ্যে পরবর্তীতে ৯ জন ফিরে আসে, ৬ জনকে গ্রেপ্তার দেখায় আইনশৃঙ্খলা বাহিনী। অধিকাংশ গুম ও গুপ্তহত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবারের দাবি- তাদের আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়। প্রথমে তাদের ধরে নেয়ার বিষয়টি অস্বীকার করলেও পরে তারা আটক দেখায়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালে বিভিন্ন বাহিনীর সঙ্গে ক্রসফায়ার ও গুলিবিনিময়ে ১২৬ জন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশের হেফাজতে নির্যাতনের কারণে ১২ জন, গ্রেপ্তারের আগে ও পরে গুলিতে ১৮ জন, গ্রেপ্তারের পর আত্মহত্যার শিকার একজন এবং অসুস্থ অবস্থায় ৪ জন, রহস্যজনকভাবে ১ জন মারা যান।
সংবাদ সম্মেলনে শীপা হাফিজ বলেন, ২০১৭ সালে কারা হেফাজতে মারা যান ৬৩ জন, যার মধ্যে হাজতি ৩৩ জন এবং কয়েদি ২০ জন।
আজকের বাজার : এলকে/ ৩১ ডিসেম্বর ২০১৭