সদ্য বিদায়ী ২০১৭ সালে জীবনযাত্রার ব্যয় ৮ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব।
মঙ্গলবার ০২ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২০১৭ সালে জীবনযাত্রার ব্যয়ের ওপর বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন ক্যাব সভাপতি গোলাম রহমান।
তিনি জানান, রাজধানীর ১৫টি খুচরা বাজার ও বিভিন্ন সেবা সার্ভিসের মধ্য থেকে ১৪০টি খাদ্যপণ্য, ২২টি নিত্য ব্যবহার্য সামগ্রী ও ১৪টি সেবা সার্ভিসের তথ্য পর্যালোচনা করে জীবনযাত্রার ব্যয়ের ওপর ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদন থেকে গোলাম রহমান জানান, গত বছর পণ্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে ৭ দশমিক ১৭ শতাংশ, যা আগের বছর ছিল ৫ দশমিক ৮১ শতাংশ।
আগের ২০১৬ সালে জীবনযাত্রার ব্যয় ৬ দশমিক ৪৭ বাড়লেও এবার সব মিলিয়ে ব্যয় বেড়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ।
তবে জীবনযাত্রার ব্যয়ের এই হিসাবে শিক্ষা, চিকিৎসা এবং প্রকৃত যাতায়াত ব্যয় পর্যালোচনায় রাখা হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে সব ধরনের চালের গড়মূল্য বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ, তুলনামূলকভাবে মোটা চালের দাম বেশি বেড়েছে।
এছাড়া গত বছর সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম ৪০ দশমিক ৯৯ শতাংশ ও আমদানি পেঁয়াজের দাম ৫৭ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।
আজকের বাজার: আরআর/ ০২ ডিসেম্বর ২০১৮