২০১৮ সালে বাংলাদেশসহ বিশ্ব রাজনীতিতে কী ঘটতে চলেছে? কে জিতবে বিশ্বকাপ? ব্রিটিশ যুবরাজের বিয়ে! – এ সবই বছরজুড়ে আলোচনায় থাকবে৷ দেখে নিন ২০১৮ সালের গুরুত্বপূর্ণ কয়েকটি আয়োজনের কথা৷
বাংলাদেশ নির্বাচন
‘২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন’ অনুষ্ঠানের টার্গেট নিয়ে প্রস্তুত হচ্ছে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন নবগঠিত নির্বাচন কমিশন (ইসি)৷ সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের নভেম্বরের প্রথমে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষভাগে নির্বাচন হতে পারে বলে মনে করছে ইসি৷ সংবিধান অনুযায়ী, দশম সংসদের মেয়াদ শেষের ৯০ দিন আগে নির্বাচন করতে হবে৷ দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি৷
জার্মানির রাজনীতি
জার্মানির রাজনৈতিক অঙ্গনে ২০১৮ সাল অন্যতম গুরুত্বপূর্ণ বছর৷ নির্বাচনের পর এখনও সরকার গঠন করতে না পারায় জটিল পরিস্থিতি বিরাজ করছে দেশটির রাজনৈতিক অঙ্গণে৷ সিডিইউ-সিএসইউ দল ইতিমধ্যেই আলাপ-আলোচনা শুরু করতে চায়, কিন্তু এসপিডি দল এখনও নিশ্চিত নয়৷ ফেডারাল জার্মান প্রজাতন্ত্রের ইতিহাসে সরকার গঠন এর চাইতে সমস্যাকর ও জটিল আগে কখনো হয়নি৷
ব্রেক্সিট
২০১৭ সালের ১৯শে জুন ব্রাসেলসে ব্রেক্সিট নিয়ে আলোচনা শুরু হয়, শেষ হবার কথা ২০১৮ সালে৷ সবকিছু ঠিক থাকলে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে সরকারিভাবে বিদায় নেওয়ার কথা ২০১৯ সালের মার্চ মাসে৷
রাশিয়া
২০১৮ সালের ১৮ই মার্চ অনুষ্ঠিত হতে পারে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন৷ প্রথম দফা অনুষ্ঠিত হবে ১৮ তারিখে৷ এই নির্বাচনে কোনো প্রার্থীই যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে আইন অনুযায়ী তিন সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফা নির্বাচন, অর্থাৎ ৮ই এপ্রিল৷ এবারের নির্বাচনেও বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন অংশ নেবেন এবং বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা করছেন তিনি৷
পাকিস্তান
চলতি বছরের সেপ্টেম্বর বা তার আগেই পাকিস্তানে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন৷
আফগানিস্তান
আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল ২০১৬ সালের ১৫ই অক্টোবর৷ কিন্তু তা বাতিল হওয়ায় নতুন তারিখ নির্ধারণ হয় ২০১৮ সালের ৭ই জুলাই৷
মিশর
চলতি বছরের ৮ই ফেব্রুয়ারি থেকে ৮ই মের মধ্যে কোনো এক সময় মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে৷ বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷
ফুটবল বিশ্বকাপ
২০১৮ সালে ফিফা বিশ্বকাপের ২১তম আসর রাশিয়ায়৷ ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে খেলা৷ ৩২টি দল খেলবে এই আসরে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলবে৷ ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলার সম্পন্ন হবে৷ ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে৷
রাজকীয় বিয়ে
ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারির সঙ্গে মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের বিয়ে হবে এ বছরের ১৯ মে৷ নভেম্বরে তাঁদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন এই যুগল৷ উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে তাঁদের বিয়ে হওয়ার কথা৷ ২০১৬ সাল থেকে হ্যারি ও মেগান চুটিয়ে প্রেম করছেন৷
সূত্র: ডয়চে ভেলে
আজকের বাজার: এসএস/ ১ জানুয়ারি ২০১৮