২০১৮ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সরকারিভাবে ৭ হাজার ১৯৮ জন আর বেসরকারিভাবে যাবেন ১ লাখ ২০ হাজার জন। এমনটাই জানিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
রোববার ২১ জানুয়ারি সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, আগামী মাসের ১০ তারিখের মধ্যে ঘোষণা করা হবে এবারের হজ প্যাকেজ। হজযাত্রীদের ৫০ ভাগ বাংলাদেশ বিমান ও বাকি ৫০ ভাগ সৌদি এরাবিয়ান এয়ারলাইনস পরিবহন করবে।
এসময় ধর্মসচিব জানান, গত বছর হজ ব্যবস্থাপনায় ২৪৫টি এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আজকের বাজার:এলকে/ ২১ জানুয়ারি ২০১৮