২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামীকাল বুধবার (৩০ জানুয়ারি)।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতিতে মুদ্রানীতি ঘোষণা করা হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের মহাব্যবস্থাপক ও সহকারী মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জী. এম. আবুল কালাম আজাদ বলেন, মুদ্রানীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন গর্ভনর ও অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন ২০১৯) জন্য বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সম্বলিত ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার, ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপক ছাড়াও মুদ্রানীতি বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
আজকের বাজার/এমএইচ