২০১৯-এ সড়ক দুর্ঘটনায় নিহত ৭৮৫৫ জন, আহত ১৩৩৩০

২০১৯ সালে ৫ হাজার ৫১৬টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৮৫৫ জন নিহত ও ১৩ হাজার ৩৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার, ১১ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, রেলপথে ৪৮২ টি দুর্ঘটনায় ৪৬৯ জন মারা যান। এছাড়া আহত হন ৭০৬ জন। এছাড়া নৌপথে ২০৩টি দুর্ঘটনায় ২১৯ জন মারা যান। এতে আহত হন ২৮২ জন ও নিখোঁজ হয় ৩৭৫ জন।

আজকের বাজার/এমএইচ