২০১৯ বিশ্বকাপের আসর বসবে ইংল্যান্ড ও ওয়েলসে। আর এই বিশ্বকাপে বাংলাদেশকে ‘ডার্ক হর্স’ বলেছেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার।
২০১৫ সালে বিশ্বকাপের আসর বসেছিল অস্ট্রেলিয়ায়। নিজেদের থেকে ভিন্ন কন্ডিশনে টাইগাররা দেখিয়েছিল নিজেদের জাত। ইংল্যান্ডকে হারিয়ে খেলেছিল স্বপ্নের কোয়ার্টার ফাইনালে। রুবেল হোসেনের বলে জেমস অ্যান্ডারসনের আউট এখনো সমর্থকদের চোখে ভাসে। ইংলিশ ক্রিকেটার বাটলারের চোখেও সেই ক্ষত এখনো তাজা। বাটলার বলেন, ‘২০১৫ বিশ্বকাপে তারা আমাদের হারিয়েছিল। এর পূর্বেও তারা আমাদের হারিয়েছে। যে দলটি আগের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল তারাই পরের বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আমি জানি না তারা ফেভারিট কিনা তবে অবশ্যই ডার্ক হর্স।’
২০১৯ বিশ্বকাপে স্বাগতিক ইংল্যান্ডকেই ফেভারিট মানছেন এই ইংলিশ ক্রিকেটার। আইসিসির সর্বশেষ ইভেন্ট ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’ এর আসরও বসেছিল ইংল্যান্ডে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেই আসরে ফেভারিট থেকেও সেমিফাইনালে বাদ পড়ে যায় ইংল্যান্ড। অন্যদিকে বাংলাদেশও খেলেছিল সেমিফাইনালে। তবে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছে মাশরাফিবাহিনীকে।
উল্লেখ্য, ৩০ মে ইংল্যান্ড এবং ওয়েলসে বসবে বিশ্বকাপ ক্রিকেটের ১২ তম আসর। বিশ্বকাপের সর্বশেষ শিরোপা ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া।
আজকের বাজার: সালি / ৩১ ডিসেম্বর ২০১৭