২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন মেসি

ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইককে পেছনে ফেলে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি।

এর মা্ধ্যমে চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠবারের মতো সেরার মুকুট মাথায় পড়লেন ৩২ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

সোমবার রাতে মিলানে অপেরা হাউজ লা স্কালায় এক অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের পদক বিজয়ীর নাম ঘোষণার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

এর আগে উয়েফা বর্ষসেরার লড়াইয়ে মেসি ও রোনালদোকে পেছনে ফেলে পদক জেতেন ডাচ ডিফেন্ডার ভ্যান ডাইক। ফলে ফিফা বর্ষসেরার দৌড়েও তাকে এগিয়ে রাখা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত মেসিই হয়েছেন বর্ষসেরা।

এর আগে ফুটবল জগতের দুই জনপ্রিয় তারকা মেসি ও রোনালদো সমান সংখ্যক পাঁচবার করে বর্ষসেরা নির্বাচিত হলেও এবার পদক জিতে সবচেয়ে বেশিবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের রেকর্ড গড়লেন মেসি।

অপরদিকে মেয়েদের ফুটবলে প্রথমবারের মতো বর্ষসেরা হয়েছেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড মেগান র‌্যাপিনো। গত জুলাইয়ে অনুষ্ঠিত নারী ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে শিরোপা এনে দেয়ার স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কার পান।

র‌্যাপিনোর সময়টায় যেনো ‘গোল্ডেন’ হয়ে যাচ্ছে, টুর্নামেন্টে সর্বোচ্চ সংখ্যক ৬ গোল করে গোল্ডেন বুট এবং সেরা খেলোয়ার হিসেবে গোল্ডেন বল জিতে নিয়েছেন তিনি।