উত্তর ম্যাসেডোনিয়াকে হারিয়ে ইউরোর মূলপর্বে খেলা নিশ্চিত করল পোল্যান্ড। জিতলেই মূলপর্ব নিশ্চিত, এমতাবস্থায় মাঠে নেমে এদিন গ্রুপ-‘জি’র অষ্টম ম্যাচে উত্তর ম্যাসেডোনিয়াকে ২-০ গোলে হারাল পোলিশরা। পরিবর্ত হিসেবে নেমে ৬০ সেকেন্ডেরও কম সময়ে পোল্যান্ডের হয়ে প্রথম গোল করেন ফ্র্যাঙ্কোস্কি (৭৪ মিনিট)। ৮০ মিনিটে দ্বিতীয় গোল করে দলের মূলপর্ব নিশ্চিত করেন মিলিক।
এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ-‘সি’ থেকে মূলপর্বে যাওয়ার ব্যাপারে অনেকটাই এগোল জার্মানি। অন্যদিকে একই গ্রুপে বেলারুশকে ২-১ গোলে হারিয়ে শীর্ষে থেকেই মূলপর্বের দিকে আরও এক পা বাড়াল ডাচরা। আপাতত ৬ ম্যাচ খেলে দু’দলেরই পয়েন্ট ১৫। বেলারুশের বিরুদ্ধে নেদারল্যান্ডের হয়ে এদিন জোড়া গোল করেন লিভারপুল স্ট্রাইকার জর্জিনিও উইনালডম।
আজকের বাজার/ লুৎফর রহমান