‘২০২০ সাল থেকে সব পাবলিক ইউনিভার্সিটিতে সমন্বিত ভর্তি পরীক্ষা’

২০২০ সাল থেকে দেশের সব পাবলিক ইউনিভার্সিটিতে হবে সমন্বিত ভর্তি পরীক্ষা। এরই মধ্যে এ বছর সব পাবলিক কৃষি বিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু করেছে সরকার।

রোববার জাতীয় সংসদে মো. হারুনুর রশীদের প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, আগামী বছরে নভেম্বর থেকে নতুন পদ্ধতিতে ভর্তি নেয়া হবে। সেই ধারাবাহিকতায় ২০২০ সাল থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যাংক ড্রাফট প্রসঙ্গে অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ব্যাংক ড্রাফটের মাধ্যমে নেয়া অর্থ মওকুফ করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই।

আজকের বাজার/এমএইচ