মহাকালের গর্ভে হারিয়ে গেল আরেকটি বছর। ২০২০ সালে বছরজুড়েই বেশ ব্যস্ত থাকবে টাইগাররা। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরও অনুষ্ঠিত হবে এ বছরই। একনজরে দেখে নিন, নতুন বছরে টাইগারদের পূর্ণাঙ্গ খেলা সূচি:
সূচি অনুসারে এ বছর বাংলাদেশ দল ওয়ানডে ও টেস্টের চেয়ে টি-টোয়েন্টি ম্যাচই বেশি খেলবে। ২০২০ সালে টাইগাররা মোট ৬টি ওয়ানডে খেলবে, টেস্ট খেলবে ৯টি। কিন্তু এ বছর অন্তত ২০টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তামিম-মুশফিকরা। টি-টোয়েন্টি ম্যাচ সংখ্যা মূলত টাইগারদের ফলাফল অনুসারে বৃদ্ধি পেতে পাবে।
বাংলাদেশের নতুন বছর শুরু হওয়ার কথা রয়েছে পাকিস্তান সফর দিয়ে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুসারে ৩টি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট খেলার কথা টাইগারদের। তবে এ সফর হওয়া নিয়ে আপাতত শংকার মেঘ দেখা দিয়েছে।
জানুয়ারি ২০২০
ক্রিকেট : বঙ্গবন্ধু বিপিএল ফাইনাল (১৭ জানুয়ারি)
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ (সূচি এখনো চূড়ান্ত হয়নি)
মার্চ ২০২০
ক্রিকেট : বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ একটি টেস্ট ও ৫টি-টুয়েন্টি
এপ্রিল ২০২০
ক্রিকেট: সুচি অনুসারে কোনো সিরিজ নাই তবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে পারে (বিসিবি)
মে ২০২০
ক্রিকেট:বাংলাদেশ-আয়ারল্যান্ড সফর তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ।
জুন ২০২০
ক্রিকেট:এ বছরের জুনে অনুষ্টিত হতে পারে অস্ট্রেলিয়া বিপক্ষে হোম সিরিজ।
জুলাই ২০২০
ক্রিকেট: বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ (তিনটি ওয়ানডে ম্যাচ)
আগস্ট ২০২০
ক্রিকেট:আগস্টে আরেকটি হোম সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ উড়াল দেবে দুবাইয়ে। মরুর বুকে এশিয়া কাপের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। গত আসরের ফাইনাল খেলা টাইগাররা এবারের আসরে অন্তত ৫টি টি-টোয়েন্টি খেলবে।
এশিয়া কাপ শেষে বিশ্বকাপ মিশনে তাসমান সাগরের দিকে রওনা দেবে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এর আগে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল। সেখানে খেলবে তিনটি টি-টোয়েন্টি। তারপরই অস্ট্রেলিয়ায় চলে যাবে টাইগাররা।
বছরের শেষে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ডিসেম্বরের এই সিরিজ দিয়েই টাইগারদের ২০২০ সালের ক্রীড়া সূচির সমাপ্তি ঘটবে।
আজকের বাজার/আরিফ