মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) চলতি বছরের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের সপ্তম সপ্তাহের জীব বিজ্ঞান বিষয়ের (বাংলা ও ইংরেজি ভার্সন) সংশোধিত আ্যসাইনমেন্ট প্রকাশ করেছে।
আজ মাউশি'র পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণয়ন করা এই আ্যসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০২১ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী জীব বিজ্ঞান বিষয়ের সপ্তম সপ্তাহের আ্যসাইনমেন্ট সংশোধন করে বিতরণ করা হল। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান