ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন হবে এবং ২০২১ সালের মধ্যে আরও ১২৯টি ফায়ার স্টেশন স্থাপন করা হবে।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর জন্য কাজ করছি যেহেতু এটির গুরুত্ব প্রতিদিন বাড়ছে। ২০০৯ সালে সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী তৎকালীন সংসদের প্রথম অধিবেশনে দেশের সব উপজেলায় কমপক্ষে একটি ফায়ার স্টেশন স্থাপনের ঘোষণা দেন। সে সময় সারা দেশে কেবলমাত্র ২০৪টি ফায়ার স্টেশন ছিল।’
মন্ত্রী জানান, ‘আমাদের সরকার এখন পর্যন্ত ২৩২টি ফায়ার স্টেশন চালু করেছে এবং এখন পর্যন্ত দেশজুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা ৪৩৬টি। ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে।’
এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম এবং পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকাসহ শিল্প এলাকাগুলোতে ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।