‘২০২১ সালের মধ্যে ১ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি হবে’

দেশের তরুণ-তরুণীদের আইটি শিক্ষায় শিক্ষিত করতে দেশে  মোট সাতটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (১১ জুন)  নাটোরের সিংড়া উপজেলার রানীনগর এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনিকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ  তথ্যটি  জানান।

তিনি আরও জানান, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার সারা দেশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করছে।

প্রকলপগুলো পুরোপুরি বাস্তবায়ণ হলে আগামী ২০২১ সালের মধ্যে দেশের আইসিটি সেক্টরে এক মিলিয়ন তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই খাত থেকে বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করা সম্ভব হবে।’

সিংড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের শেখ কামাল আইটি পার্কের প্রজেক্ট ডিরেক্টর গৌরি শংকর প্রসাদ,  পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসসহ অন্যান্যরা।

নাটোরের সিংড়ার রানীনগর এলাকায় ১৫ একর জায়গার ওপর ৪৩ কোটি ৫৮ লাখ  টাকা ব্যায়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনিকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে।

আজকের বাজার/এসএম