আগামী ২০২১ সালের মধ্যে দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে নীতি সহায়তা চেয়েছে এফবিসিসিআই। এছাড়াও তৈরি পোশাক খাতের বাজার বহুমূখীকরণ এবং নতুন বাজার খুঁজে দেখার ওপর গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ জুলাই) এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব টেক্সটাইল অ্যান্ড জুট-এর এক সভায় এ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)। এছাড়াও এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ এবং সংগঠনের পরিচালক শফিকুল ইসলাম ভরসা, আবু মোতালেন, আমজাদ হোসেন এবং হাফেজ হারুণ অর রশিদ আলোচনায় অংশ নেন।
সভায় বক্তারা বন্ড লাইসেন্স সুবিধার অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বেসরকারি খাত চালিত বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বিশ্বে একটি রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। যদিও দেশের ব্যবসায়ী সম্প্রদায় নানা প্রতিকূলতার মাঝে তাদের ব্যবসায়ীক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তবুও আগামী বছরগুলোতে দেশের অর্থনীতি আরও বলিষ্ঠ অবস্থানে পৌঁছাতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এফবিসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ মিসেস হেলেনা জাহাঙ্গীর কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। মিসেস হেলেনা বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর বাংলাদেশ শুল্কমুক্ত ও কোটামুক্ত রপ্তানির যে সুবিধা হারাবে তা মোকাবেলায় যথাযথ প্রস্তুতি গ্রহণ জরুরি। দেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে পণ্যের বহুমুখীকরণের ওপরও জোর দেন তিনি ।
আজকের বাজার/এমএইচ